Skip to content

বৃষ্টি

ঝুমঝুম বৃষ্টি
ঝাপসা দৃষ্টি।
মেঘলা আকাশ
বিদুৎ বিকাশ।
ডুবন্ত রাস্তা
একি! অবস্থা।
মাছভরা বিল
নিস্তব্ধ ঝিল।
হাঁটুকাঁদা জল
মাঠে ফুটবল
পুকুরে জাল
খিচুড়ি ঝাল।
মিটিমিটি আলো
আকাশটা কালো।
বিলে সাদাবক
দেখাচ্ছে চমক
ধরছে মাছ
দুলছে গাছ।
এই হলে বর্ষা
মনে বড় হর্ষা।

মন্তব্য করুন