Skip to content

বৃষ্টি হোক – আনোয়ার হোসেন চৌধুরী

হোক বৃষ্টি হোক।
ভিজে যাক ঘুমের ঘোরে,
পূর্ণিমায় মাখা কল্পলোক।
টূকরো টুকরো দাগ লেগে আচ্ছন্ন,
আহত আবেগের অবয়ব-
ডুব দিক আজ সব।

শহর ডুবানো বর্ষনে,
কংক্রিট পোতা জঙ্গলে,
পচন ধরা তৈলচিত্রে, আর-
ফাংগাস জন্মানো কংকালে।
সবুজের অবাধ কর্ষণে-
পাঁজর ছুঁয়েছে মরিচায়,
ফুসফুসের উদগীরিত শোক।
তবুও বৃষ্টি হোক।

বৃষ্টি হোক,
চুষে খাওয়া ক্ষুধার লালায়।
নাড়ি অব্দি বয়ে চলা,
শিকড়ের শুষ্ক নালায়।
প্রজাপতির প্রশস্ত ডানা ছুঁয়ে,
অশুচি ধুয়ে ধুয়ে-
ব্যাঞ্জনায় ভরে উঠুক।
তবুও কিছু একটা ঘটুক।

যে পাপ করেছি সবুজ ধর্ষনে।
নিমগ্ন ভুল আনন্দ হর্ষণে।
কামুক নিঃশ্বাসে,
পুড়িয়ে বৃক্ষ ছায়া,
পাওয়া কি যায়-
জ্বোনাকির মায়া?
প্রায়শ্চিত্তে রাজি আছি,
আরো রাজি ছাড়তে-
নেশা ধরা সব ঝোঁক।
শুধু একবার বৃষ্টি হোক।

৩০ এপ্রিল, ২০২৪
মন্ট্রিয়াল, ক্যানাডা।

মন্তব্য করুন