Skip to content

বৃষ্টি যখন আসে

বৃষ্টি যখন আসে
কেন মন লাগে না পাঠে ?
পুঁথির পাতা ছেড়ে
মন উদাস কড়িকাঠে ।
বিদ্যুৎ যায় ধেয়ে
কালো মেঘের গায়ে
বজ্রের হুংকারে
ভয় লাগে যে পায়ে ।
গাছগুলো সব দোলে
সুদূর আকাশতলে ।
কাতর স্বরে পাখি ডাকে
দুঃখের কল্লোলে
বদ্ধ ঘরের খাঁজে
হাঁপিয়ে মরি রোজই
ইচ্ছে করে, বাদল দিনে
বৃষ্টিতে খুব ভিজি ।

মন্তব্য করুন