বৃষ্টি নেমেছে রাতে এক পশলা
বৃষ্টিতে ভিজলো নীরবে অন্ধকার
নিষ্পলক চোখ দুটো চাইছিলো খুঁজতে কিছু
জানলার বাইরে বৃষ্টির কলাহলে কিছুই চোখে পড়ে না আর।
কিছুই দেখা যায় না ,
শুধু শব্দ শোনা যায় ,,,
যদিও মন ভাঙ্গার শব্দ শোনা যায় না কখনো ,
নীরবেই ভাঙে সব স্বপ্ন
অবিশ্বাস প্রতিদিন ভালোবাসার অনুভূতি গুলো
হয়ে যায় এলোমেলো
কে ভুল বোঝায় ,
কত আবেগ, ব্যাকুলতা, মুছে যায়
প্রতিটা ভাঙে কবিতা ঘর , ভাঙে শব্দ, ভাঙে অক্ষর
ভেঙে যাওয়ার শব্দ নেই
কোনো ভালো বাসা শুধু ই অভ্যাস…
অভ্যাস তৈরি করতেও তো অভ্যস্ত হতে হয়!
এক পশলা বৃষ্টি ভেজা রাতে,
কিছু স্মৃতি কে মন কেমন করে,
আবার আলো ভোরে,
ভুল যাবে কিছু, মুখ ভার করা আকাশ,
ফেলবে না দীর্ঘশ্বাস,
বৃষ্টি ভেজা রাত , বলবে হাসি মুখে সুপ্রভাত