Skip to content

বৃষ্টি ভেজা দিনে – নাশিদ ববি

বৃষ্টি ভেজা দিনে
হাতে নিলাম গরম কফি
কয়েক বার চুমুক তাতে
আহা ভীষণ সোওয়াদ কি যে কফি খানি ।

হাস্যরসে ভরপুর
শৈশবের দিনগুলি
স্মৃতিগুলো ভেসে আসে
চোখের পাতায় বুঝি ঘুম আসে !

দুপুরবেলা চুপিসারের ডেকে উঠে চড়ুই পাখি
দেখি বাজে বারোটা ঠিক ঠিক থিক থিক
নতুন সময় এসেছে বুঝি
জানি না সে কি জানি ?
কবি বলেছিল যার নেই গুণ সে হল বেগুন
শোনো কবি লেখা সব কবিতা পড়ে যাই চুপিচুপি ।

মন্তব্য করুন