বৃষ্টি বাসর
—————
—–নজরুল ইসলাম খান
রিমঝিম ঝিম বৃষ্টি নামে আষাঢ় -শ্রাবণে ।
তারই সাথে বাজনা বাজে বিরহী এ মনে ।
মন কাননে ফোটে বর্ষায় কেয়া- কদম ফুল ।
মেঘের ভেলায় উড়ে বেড়ায় প্রিয়ার কালো চুল ।
মনের মধ্যে বৃষ্টি এসে বাজায় মিলন সুর ।
পেখম তুলে নেচে ওঠে কবির মন ময়ূর ।
আপন মানুষ যতই থাক দুরের সমুদ্দুর ।
হৃদয় মাঝে নাচে তারই চরণের নুপুর ।
বৃষ্টি বাসর সাজিয়ে রয় অপেক্ষাতে মন ।
কাছের মানুষ মনের ঘরে টোকা দেয় কখন ।
এমন দিনে মনের কথা তারে বলা যায় ।
জগৎ মাঝে অন্য সকল প্রয়োজন ফুরায় ।
০৮/০৭/২০২৩
——————–
টুটপাড়া, খুলনা