Skip to content

বৃষ্টির ছোয়া – মো: সাফি সামি

কালো আকাশে ঢাকা সে মেঘগুলো
অচিরেই ডেকে উঠে।
হয়তো সকল ব্যস্ততার মাঝে সেও কিছু বলতে চায়
ধ্বনির শুরে সে ডাকে নিজের আপনকে
কেউকি তার ধ্বনিটুকু শুনতে পায়।
কখনো অশ্রু হয়ে ঝোড়ে পরে বৃষ্টি হয়ে
কখনোবা রাগ দেখিয়ে ঝগড়া করে ঝড় হয়ে।
সে যেন ছুতে চায় আমাদের মনতে
বলতে চায় তার বেদনার কাহানী
কেউকি তার কথাগুলো শুনতে পায়।
ব্যস্ততার পরিবেশে সকলেই ছারখার
নবিনতার পরিক্রমে,সুখ হচ্ছে উজাড়।
কখনো মেঘ গর্জে তার প্রভাব দেখাতে
কখনো পথ দেখায় সঠিক চিনাতে।
অন্ধকার চাদরের জ্বলে জলজল আলো
শব্দের জোয়ারে নিরবতা ফোরালো,
সময় শেষে জলের ফোটা সাজে বৃষ্টি নামে
সকলের মুখে ফোটে খুশির রঙধনু এক নতুন গানে।
কে বলে মেঘ শুধু বৃষ্টি দেয়
আচমকা হাওয়ায় কখনো সুখ দেয়
কখনো বেদনার মাঝে প্রেম জাগানোর ইচ্ছে দেয়।
কেন এই নিস্ব প্রাঙ্গনের নিস্তার নেই
মেঘের দিকে দেখ তাকিয়ে,
তাদের কাজের কোনো বিশ্রাম নেই।।

মন্তব্য করুন