Skip to content

বুক পকেটে প্রেমিকা – মারুফ সরকার মুন্না

তর তরতাজা গোলাপি রঙের আভায় কুড়িয়ে পেয়েছি তোমাকে
অপরুপ চিত্রের সৌন্দর্যে আজ নত মস্তক সাগরের মত ভালোবাসা ফিরে পেতে চাই ;
ফিরিয়ে দিবে আমার ভালোবাসা?
রোদ্দুর আমায় ভালোবেসেছিল একদিন –
সে চলে যাওয়ার পর এই রোদ্দুরের তাপ রোজ পুড়িয়ে ফেলে আমায়।

মৃত শরীরের মাংস আজ প্রেমিকার ক্ষুধা মেটাতে ব্যর্থ কেন ? তবুও পর্দার আড়ালে থেকে যাক আমার প্রেমিকা –
নিবিড় শীতল – স্নায়ুযুদ্ধরত এক অবেহেলার নগরীতে৷
এই শহরে আমি প্রেমিকাকে বুক পকেটে পুরে রাখি –
বাহিরে বের করা ভারি অন্যায় – বাতাসের ছোঁয়ায় নষ্ট হয়ে যাবে।

বুক পকেটে প্রেমিকা_______ মারুফ সরকার মুন্না

মন্তব্য করুন