প্রেরণার উৎস বীজ!
সে তুমি একটি বা দুটি দাও,
সুনিপুণভাবে আজ
করে যাবো কাজ,
রুখ্য মাটি! তবুও
ফসল ফলাবো আমি
বীজ দাও তুমি।
উর্বর, অনুর্বর ভূমি
যে সকল; বর্গী দল
করেছে দখল,
যেটুকু বাকি ভূমি
সেটুকু আমার।
এক দিন ফুলে ফলে
ভরা ক্ষেতে
আসতে যেতে
মুগ্ধ সকলে
করবে সংগ্ৰহ
একটি দুটি বীজের ফসল,
সে দিন আমার শ্রম সফল।।
কবি/লেখকের সবচেয়ে বড়ো পাওনা পাঠকের
অকৃত্রিম ভালোবাসা। পাঠকের ভালো লাগা প্রসংশা
একটি বা দুটি কথায় প্রকাশ করলে ও সেটুকুই
কবি/লেখকের বড়ো পুরস্কার, নতুন সৃষ্টির উৎস বীজ পাঠকের প্রেরণা।।