Skip to content

বিয়ে যখন পেশা- মোঃ সাজ্জাদুল ইসলাম শাকিল

প্রেম বাজারের গল্প বলি
মন দিয়ে তাই শোন,
ভালোবাসার পরিমাপক
তরল নাকি ঘন।

ভার্চ্যুয়ালের সুন্দরীরা
চতুরতায় দক্ষ,
অর্থ বিত্তের মানুষ খুঁজে
সঙ্গী করাই লক্ষ্য।

ভালোবাসার ষোল কলায়
আটে প্রেমের ফন্দি,
কথার বানে বিদ্ধ করে
বিয়েতে হয় সন্ধি।

মোটা অংকের দেনমোহরে
বিয়ের মালা গলায়,
দেনমোহরের টাকা পেতে
সংসারী মন পলায়।

স্বামীর সংসার নিঃস্ব করাই
হইছে এখন নেশা,
বিয়ে করে বিয়ে ভাঙ্গে
ব্যতিক্রম এক পেশা।

মন্তব্য করুন