অন্ধকার চীর্ণ করে শেষ রাতের কবিতা,
ভোরের আলোকে জানায় স্বাগত।
আমার বেড়ে যাওয়া দিন,
চিন্তা ভাবনাহীন,
বরফের গায়ে জমা করে স্বপ্ন ক্রমাগত।
আকাশের নিচে নুয়ে নুয়ে,
শেষ রাতের আলো মেখে শুয়ে,
অস্পষ্ট তারা গুনি দূরে।
চাদর পাখায়-
বাদুর উড়ে যায়,
অন্ধকার খুড়ে খুড়ে।
চাঁদ লুকিয়েছে কলঙ্ক লেপে,
পূর্ণিমাহীন শহরটা ক্ষেপে-
বাতাস শুষে নেয় গুজব পুড়ে পুড়ে।
হারানো কোন তারাদের পথে পথে,
যাচ্ছি কোথায় ভুলে গেছি,
কিংবা শুরু কোথা হতে।
ঐযে সেতারার ঔষ্ঠ,
জ্বলজ্বলে ক্ষত কষ্ট।
অপ্রাপ্তির শেষ নাই-
পাওয়া হোক যত।
তবুও একদিন মিলে যায় ঠিক,
দুহাতে ভরে পথিক-
হারানো প্রেম ক্রন্দনরত।
ঘুমিয়েছি দীর্ঘ দিন,
দীর্ঘ যোগাযোগ সময়।
উচ্ছিষ্ট জোয়ার ভাটায়,
মহীরুহ আঁটায়,
ভেসে গেছে যোজন সমুদ্দুর।
ঢেউ ভেঙ্গে ভেঙ্গে ওপাড়ে সুর্য পোড়ে,
এপাড়ে অপেক্ষায়,
অশান্ত ব্যাখ্যায়,
স্বর্ণ আবর্তে আযুধ রোদ্দুর।
হে আমার বিধাতা,
ভোর মেশানো প্রিয়তমার স্নিগ্ধতা,
আর কতদুর?
বিমূর্ত সময় পার করে রাত,
নিশ্চুপ স্বভাবে অন্ধকার ঢেলে-
শান্ত হয়ে থাকে।
দিগন্তের বাঁকে বাঁকে-
ঈশ্বরের অবসরের ফাঁকে,
আলোহীন রঙেরা নিঃসঙ্গ মেলায় সুদুর।
সংকেত খুঁজি চোখ মেলে,
অনেক চলে যাওয়া পথে-
কিভাবে গেলে,
থেকে যাবো বহুদুর?
……………………………
মন্ট্রিয়াল, ক্যানাডা।
১ অক্টোবর, ২০২৪।