বিপ্লব
ওগো লাঞ্ছিত নির্যাতিত, অত্যাচারিত মানব সন্তান
অমৃতের পুত্র তোমরা গাও মহাকালের দীক্ষার গান
শুরু হোক নটরাজের প্রলয় নাচন ধ্বসের রাগ
বাজুক নবজাগরণের সুর, মুক্তির অনুরাগ
গগন ভেদি কালপুরুষের অগ্নি-বাণ আসবে ছুটে
বিঁধবে এসে বজ্রসম অত্যাচারীদের বুকে
বিধ্বংসী রূপ, তিনি পরম সত্যের প্রতীক
ধর্মপাল সাধকদের ধর্ম রক্ষক যেন গাণ্ডীব
সুরলোক ভূলোক দ্যুলোকে ঝড়ের আহ্বানে
কারার শৃঙ্খল ভেঙে মুখরিত কর মুক্তির গানে
ধ্বংসের কারিগর শ্মশানভূমে থাকেন অধিষ্ঠিত
অসুর বিনাশকারী সংরক্ষক যুগে যুগে আবির্ভূত
ধরিত্রী আবার অসুর উৎপীড়নে জনগণ জর্জরিত
এবার জেগেছে সংহারকর্তা ঐ শোনা যায় তূর্য
নির্মম, নিষ্ঠুর দানব কুম্ভকর্ণের পতন অনিবার্য
মহাকালের দীক্ষিত হয়ে তুলে নাও সত্যের অস্ত্র
শৃঙ্খল ভাঙো, প্রলয়-অগ্নিতে অন্যায় কর ধ্বংস
দুর্দ্দম দুর্ব্বার বেগে- ভেঙে করো সব চুরমার
স্বৈরাচারীর অচলায়তন,বহ্নিতে কর ছারখার
ছিনিয়ে নাও নিজ হাতে নিজের সকল অধিকার
ঘূর্ণী ঝড় হয়ে চুর্ণ কর দুঃশাসনের অন্ধকার
মনে রেখো ফরাসি বিপ্লবের সামাজিক বৈষম্য
সম্রাট নিরোর বিলাসী জীবন রাজকোষ হলো শূন্য
পদ-মর্যাদা বিকোয় অর্থে- নেই যোগ্যতার মূল্যায়ন
রাজার সীমাহীন ক্ষমতা,জ্ঞানচর্চার সুযোগ হরণ
মানুষ জন্মগত ভাবে স্বাধীন,সহেনি সে নির্যাতন
জেগে উঠেছিল মহাকাল ও জনগণের আন্দোলন।।