আজ বিপন্ন গণতন্ত্র, নিরাপত্তা নিশ্চিহ্ন ,
সত্য বল না ভাই, এ যে শতাব্দী একবিংশ ।
এখানে মানব সব আধুনিক, সবাই দার্শনিক ,
প্রযুক্তি রয় উন্নত, এখানে জনগন ইউনিক ।
কল্পনার সেই পক্ষীরাজ, আজ বাস্তবে সফ্টওয়্যার ,
সভ্য শাসক দেয় প্রতিশ্রুতি, হা ! আদর্শ ম্যালওয়্যার ।
আজ সন্ত্রাসবাদ নিত্য, সরকার রয় দৃপ্ত ,
গোপনীয়তা উন্মুক্ত, আজ শাসক হয় তৃপ্ত ।
প্রতিশ্রুতির প্রবঞ্চনা, হয় অধিকার হরণ ,
কিন্তু রয় সব আধুনিক, এ যে স্বাধীন দেশের জনগন ।
তবু আজ বিপন্ন গণতন্ত্র, নিরাপত্তা নিশ্চিহ্ন ,
সত্য বল না ভাই, এ যে শতাব্দী একবিংশ ।
এ যে শতাব্দী একবিংশ ।।