Skip to content

“বিদায় বর্ষার” রুমি রহমান

বর্ষার বিদায় বেলা,
শিউলির আমেজ।
কাশফুলের স্নিগ্ধতা,
শরতের বিকেল।
মেঘ গুলো ছুটাছুটি,
গগণে হারায়।
বর্ষার বন্দি জীবন,
মুক্ত হাওয়া।
পাখি গুলো নীরে ফেরে,
যেনো গেয়ে গান।
শরতে আগমনি সুরে,
প্রেমের জোয়ার।

মন্তব্য করুন