Skip to content

বিজয় ~ মো. ইবাদুল হক পাপ্পু

একটি সূর্য উঠবে বলে
কত নদী যে লাল হলো!
একটি মা হাসবে বলে
কত ছেলে প্রাণ দিল!
একটি শব্দ শুনব বলে
প্রাণ গেল এিশ লাখ;
গিয়েছে দুলাখ মা-বোনের মান
কাকে খেয়েছে কত লাশ!
একটি কেতন উড়বে বলে
দীর্ঘ ন-টি মাস,
পুড়েছে কত বাঙালির ঘর!
করেছে সর্বনাশ।
তবুও মোরা দমে যাইনি
বীরের জাতি বলে কথা
শত্রুর মুখে লাথি মেরে
এনেছি বিজয়, এনেছি স্বাধীনতা।

মন্তব্য করুন