সবুজের স্নিগ্ধতায় ঝরেছে শিশির,
পাখির কুজনে বেশ মোহিত নিবিড়,
শীতলতা অনুভূতি বিজয়ের দিন,
বিজয়ের দিনে বাজে হৃদয়ের বীণ।
দূরাশার জ্বালা ধুয়ে মন করি সাফ,
বিজয় তো সাফ করে সব পরিতাপ,
মায়ের সোহাগে ঘেরা সবুজ স্বদেশ,
বাবার আত্মত্যাগের বিশাল বদেশ।
সুনীল আকাশ ভরা তারা অগণিত,
দীপশিখা জ্বালালেও তারা অদমিত,
স্বদেশের মানুষেরা তারকার ন্যায়,
সয়নাযে তারা মনে কারও অন্যায়।
বিজয়োপভোগ করি বিজয়ের গানে,
বিজয় আসে সকাশে হৃদয়ের টানে।
রচনা: ১৫ ডিসেম্বর ২০১৮ শনিবার