Skip to content

বালির ইমারত – সুবীর ভট্টাচার্য্য

জীবনে চলার পথের দুপাশের, রত্নরাজি আহরণ করে
নির্মিত সুসজ্জিত বালির ইমারত,
তারপর অপেক্ষায় থাকা সমুদ্রের মর্জির উপরে।
এর চাইতে জঙ্গলের নিয়ম ভালো,
জীবনধারণের জন‍্য উদরপুর্তি
আর সংঘবদ্ধ হয়ে বাঁচার প্রচেষ্টার কুলকুচি।

পরিযায়ীদের ভীড়ে সুযোগসন্ধানী আশ্বাস
আছড়ে পড়ে সুনামির উচ্চতায়,
শুধু শোনা যায়, উন্মুক্ত ঝোড়ো হাওয়ায়
জর্জরিত রজনীর হাহাকার আর নাভিশ্বাস।
নোনা জলে সিক্ত কিশলয়, মরনপণ প্রচেষ্টায়
লিখে রাখে, অন্তিম সময়ের বেদনাময় ইতিহাস।

রাজনৈতিক ফায়দা তুলতে কুম্ভীরাশ্রুর প্লাবন,
অপরিবর্তিত থাকে অশ্রুসজল ভাগ‍্যের পরিহাস।
ছোট বড় মেজো সেজো নেতাদের
ঝুড়ি ঝুড়ি ভাষণে, অবিরত চর্চিত
রাষ্ট্র নিয়ন্ত্রকদের অক্লান্ত পরিশ্রম এবং আত্মত্যাগ।
সর্বহারারা শুধু বেঁচে থাকে, ভোটার তালিকায়…..

মন্তব্য করুন