Skip to content

বাঙালির পরিবার — শাহ্ আলম আল মুজাহিদ

আমরা বাঙালি, ভাই ভাই,
দলে মিলে খেলতে যাই,
পাখির মতো গানও গাই।

মায়ের ভাষা মুখে নিয়ে,
মাকে ডাকি আপনমনে,
শহীদের রক্ত পড়ে মনে,
ভিজে ওঠে দুই নয়নে।

মায়ের চোখে স্বপ্ন বুনে,
একাত্তরের তরুণজনে
বীরের মতো যুদ্ধে নেমে
প্রাণ দিয়েছে লক্ষজনে।

স্বাধীন দেশের ভাই-বোনেরা,
স্বাধীন হৃদয়ে ভরে,
আর মা-বাবা আর সন্তান মিলে —
ভালোবাসার এক পরিবার গড়ে।

Tags:

মন্তব্য করুন