Skip to content

বাংলার বল – মোঃ রুহুল আমিন

মাটি মানুষ–সুন্দরবন
সাগর -নদী জল,
আগমনি জেনে রেখো
এটা বাংলার বল।

দিক -দিগন্ত উড়াল দিবে
পাবে নাকো ভয়,
লড়াই করবে বীরের বেশে
বিশ্ব করবে জয়।

সাহস শক্তি নিয়ে চলবে
সিনা রেখে টান,
পাল্লা দিবে বিশ্বের সাথে
ধরে রেখে মান।

কারোর তরে মাথা নোয়ায়
মানবে নাতো হার,
বুদ্ধির জোরে শাসন করবে
ধরবে নাকো ধার।

চাল-চলনে ভূষণ তোমার
থাকবে এমন সাজ,
বিশ্ব তোমার মাথা নোয়ায়
মানতে বাধ্য রাজ।

মন্তব্য করুন