বর্ষা মানে গ্রীষ্মের কঠিন তপস্যা শেষ
বর্ষা মানে বৃষ্টি ভেজা সজল বাংলাদেশ
বর্ষা মানে গাছে গাছে পাখির নতুন বাসা
বর্ষা মানে কৃষকের চোখে নতুন ফসলের আশা
বর্ষা মানে ময়ূরীর মন করছে আনচান
বর্ষা মানে মাছেরা যেন ফিরে পায় প্রাণ
বর্ষা মানে নদ-নদী কানায় কানায় পূর্ণ
বর্ষা মানে দিনমজুরের ভাতের হাড়ি শূন্য
বর্ষা মানে কাঁদছে কেউ আবার হাসছে কেউ
বর্ষা মানে বাঙালির জীবনে নানা আবেগের ঢেউ
বাংলার বর্ষা বাংলার বর্ষা।।
বর্ষা মানে ঘরে ঘরে ইলিশ-খিচুড়ি রাঁধা
বর্ষা মানে যাত্রা পথে পদে পদে বাঁধা
বর্ষা মানে কৃষক-বউয়ের কাজকর্ম কম
বর্ষা মানে নকশী কাঁথার সেলাই ঝমাঝম
বর্ষা মানে হঠাৎ করেই গগন বিদারী আওয়াজ
বর্ষা মানে স্বজন-বিয়োগে কান্না কন্ঠে রেওয়াজ
বর্ষা মানে বাসার ছাদে স্বচ্ছ জমা নির
বর্ষা মানে যেখানে-সেখানে এডিস মশকীর ভিড়
বর্ষা মানে কাঁদছে কেউ আবার হাসছে কেউ
বর্ষা মানে বাঙালির জীবনে নানা আবেগের ঢেউ
বাংলার বর্ষা বাংলার বর্ষা ।।
বর্ষা মানে কবিগুরুর ” মন মোর মেঘের সঙ্গী ”
বর্ষা মানে “ওগো বাদলের পরী” বিদ্রোহীর প্রেমিক ভঙ্গি
বর্ষা মানে চিত্রশিল্পীর রং-তুলি নিয়ে বসা
বর্ষা মানে প্রকৃতির প্রতি কবির ভালোবাসা
বর্ষা মানে মুসলিমেরা দুহাত তুলে চায়
বর্ষা মানে কেয়া,কদমের মালা গাঁথবি আয়
বর্ষা মানে রাজধানী যেন নদীমাতৃক দেশ
বর্ষা মানে বন্যার্তদের নেই দুঃখের শেষ
বর্ষা মানে কাঁদছে কেউ আবার হাসছে কেউ
বর্ষা মানে বাঙালির জীবনে নানা আবেগের ঢেউ
বাংলার বর্ষা বাংলার বর্ষা ।।