একদিন আমি পাল্টে যাব অনেক
সেদিন আমার খোশ চেহারা
দেখবে নাকো কেউ।
একদিন আমি শান্ত হব,
বদাভ্যাস সব ছেড়ে দব,
ক্লান্ত হয়ে বসব হেসে ভাই,
এ সংসারে বদাভ্যাসের নাই
কোনো দাম নাই।
আমি শান্ত হলে পালটে যাবে সব!
আমি নাকি কথা বলি বেশি,
স্বভাব আমার বেশি বলার
পাল্টাব ভাই কিসে?
তবুও আমি পালটে যাব হেসে!