আমি এক পথিকের সাথে বাস করি
যে কিনা থেমে নেই।
আমই এক পাখির সাথে বাস করি
যে কিনা সদা ডানা মেলে উরবেই।
আমি এক নদীর সাথে বাস করি
যে সদা প্রবাহমান।
আমি এক পাহাড়ের সাথে বাস করি
যে কিনা হাজারও কষ্ট মাটি চাপা দেয়।
আমি এক আকাশের সাথে বাস করি
যে কিনা আমাকে উদার হতে শিখায়।
আমি এক সাগরের সাথে বাস করি
যে কিনা কষ্ট দেখেও তা ঢেকে রাখতে শেখায়।
আমি এক ছায়ার সাথে বাস করি
যে কিনা শুধু অনুকরন করতেই শেখায়।
পারিনি বাস করতে ওই চাঁদের সাথে
যে কিনা হাজারো কলংক নিয়ে বেঁচে আছে।
পারিনি বাস করতে ঐ বৃক্ষের সাথে
যে মানবের কল্যাণে তার ডানাগুলো উড়িয়ে দেয়।
পারিনি বাস করতে ঐ মেঘের সাথে
যে কিনা সারাজিবন কেঁদেই যায়।