বসন্ত এলে,
আমরুল-জামরুল সকলে
ভরে যায় ফুলে ফুলে।
শিমুলের ডালে ডালে
শকুনেরা হেলেদুলে;
মৌমাছি ছুটে চলে,
গুন গুন তাল তোলে।
প্রজাপতি ভিড় জমায়
পুষ্পবাগের মেলায়।
বাসন্তী কাক আসে,
কুহুকুহু সুরে ভাসে—
উৎসবের জোয়ার আসে।
বসন্ত এলে,
আমরুল-জামরুল সকলে
ভরে যায় ফুলে ফুলে।
শিমুলের ডালে ডালে
শকুনেরা হেলেদুলে;
মৌমাছি ছুটে চলে,
গুন গুন তাল তোলে।
প্রজাপতি ভিড় জমায়
পুষ্পবাগের মেলায়।
বাসন্তী কাক আসে,
কুহুকুহু সুরে ভাসে—
উৎসবের জোয়ার আসে।