♦
ক্লান্ত শরীরের তন্দ্রাচ্ছন্ন নয়নে,
একফালি সুখ চরম নান্দনিকতা নিয়ে
পরম উল্লাসে
প্রেম-প্রীতি আর ভালোবাসা দিয়ে
বৃষ্টি জানিয়ে দিলো,
বসন্ত এমনি হয়।
নয়ন দূরপাল্লায় চেয়ে দেখলো, মাথা তুলে সগর্বে দাঁড়িয়ে আছে নতুন শাখার গাছপালা।
তাই তো বুঝে গেছি,
বসন্ত এসে গেছে।
বালুঘাট, ঢাকা
৬ মার্চ ২০১৭ ইং