ফুলবনে মৌমাছি মৌমৌ ছুটিছে,
সন্ধ্যার উৎসবে নানা ফুল ফুটিছে।
কদমডালে বসে কোকিল গাহিছে,
অনুজলে পালতলে মাঝি নাও বাহিছে।
ফাগুনের আগুনে ধূলিবালি পুড়িছে,
কচিকাঁচা পাতায় শাখা শাখা ভরিছে।
বৃষ্টির আহ্বানে সোনাব্যাঙ ডাকিছে,
দিকেদিকে কীটেরা ঝিরি ঝিরি হাঁকিছে।
কালপ্যাঁচা ছুটি নিল, লক্ষ্মীরা আসিছে,
জোপঝারে মিটিমিটি জোনাকেরা হাসিছে।
বনে বনে পাখিরাও কিচিরমিচির গায়,
শিল্পীরা রঙ মেখে ছবি আঁকে ছায়ায়।
শিশুদের কলরবে চারিদিক মাতিছে,
কবি বসে আপন মনে সুরে সুরে গাঁথিছে।