Skip to content

বর্ষা-শুভশ্রী রায়

ঝরে ঝরে পড়ছে জল না কী আকাশের মন খারাপ?
কারুর মনখারাপ হলে কেউ হয় সবুজ, কমে অসহ্য তাপ!
ভাগ্যিস মেঘও বিষণ্ণ হয়ে আস্তে বা জোরে কেঁদে ওঠে,
তাই তো পুড়ে যাওয়া মাটির অজস্র ফোঁটায় অমৃত জোটে!

মন্তব্য করুন