Skip to content

বর্ষা কাহন – হাকিকুর রহমান

বর্ষাধারা ঘুম থেকে আজ
উঠলো ধীরে,
ঝরনাগুলো প্রলয়-নাচন
নাচলো ঘিরে।

জাহ্নবী তার খেই হারালো
জলের তোড়ে,
সে জল যেয়ে আছড়ে পড়ে
গাঁয়ের মোড়ে।

আলুথালু চাষী বৌ
তাইতো চেয়ে থাকে,
অসময়ের জলের ধারা
আগাম বন্যা ডাকে।

বছর ঘুরে এমনি করে
জীবন চলে,
দিন পেরিয়ে রাতের কোলে
সূর্যি ঢলে।

মন্তব্য করুন