ঘুম ভেঙে দেখি আকাশ গোমড়া কালো রং
অতি বর্ষণ, অমনি মেজাজেও ধরে জং
কোথাও বেরুবো ইচ্ছা কিন্তু নেই উপায়
রাস্তা ভর্তি হাঁটু ছোঁওয়া জল ও কাদায়
শহরে বরষা সাথে নিয়ে আসে অনেক কষ্ট
বেরোলেই জলকাদায় পোষাক হ’চ্ছে নষ্ট
ফের রোজ জোটে না পকোড়া কফির সঙ্গে
তাই তো ভুলেও ভাবি না, বর্ষায় থাকি রঙ্গে
তবে বাদল ঋতুই জলস্রোত আনে এ বঙ্গে
নদী ভরা ভূমি জল পেয়ে সুখী অঙ্গে অঙ্গে
ফসলের আশায় কৃষক করেন বৃষ্টি-কামনা
সে জন্যই বলা বারণ, “ও বৃষ্টি, তুমি থামো না।”
ঈলিশ মৎস্য চকচক করে, কাদায় বাজার
যেতে চায় যারা যাক, অত শখ নেই আমার!