আজি এ বর্ষণ মুখরিত আষাঢ় দিনে
তুমি কী আসিলা মোর এ গৃহ দোরে?
একেলা একেলা কটিছে যে বেলা
সহিতে আর নাহি পারি রে।
ঝর ঝর ধারা ঝরিছে কাননে
এ কানন মম পুষ্পিত আজি নাহি রে
গাহে না কোয়েল ওড়ে না দোয়েল
লুটায়ে সুগন্ধ কর্দমাক্ত পথে রে
আজি আসো নাই মম গৃহে রে।
আঁধার গৃহ রাখিয়াছি খুলি
দুয়ারে একা আমি দাঁড়ায়ে গো
কখনে পাইবো দেখা ওগো সখা প্রাণ
কুলায়ে আমি যে এককী ভব।
গরজে গগনে গরজে মেঘ ঘন রাশি
আষাঢ় মেঘের আকুলি কথন
আসো নাই তুমি কুলায়ে এখনও
তরু সীমারেখা দেখিতে আর নাহি পারি রে
ফেনিল সাদা মাঠ ঘাট সম।
এপারে বুঝি আসিয়াছে এক খেয়া
শোনা যায় ক্ষীণ গীত গাঁথা খানি
ভোলা মাঝির কাঁপা কন্ঠে রে
আজি আসিয়াছ বুঝি তুমি সেথায় রে।