Skip to content

বরষা এলো রে – পবিত্র প্রসাদ গুহ

রিম ঝিম রিম ঝিম ঘন ঘন বরষে রে
ছন্দে পুলকে নাচে গানে হরষে রে।
গেল ভিজে তরুলতা কাঁখে শাখী হাসে রে
পেখম তুলেছে ময়ূর নাচে রাঙা লাজে রে।
কাটে সাঁতার রাজহাঁস টলমল দীঘি রে
কমলে কমল মেলা আহা কি মজা রে।
চমকিত বরষায় ছলাত জল মাঠে রে
বেগবতী নদী আজ খেলা জলে মাতে রে।
পাখিদ্বয় ডালে বসি ডানা ভিজে কাবু রে
পারেনি যেতে নীড়ে ছানা গুলি ভুখা রে।
বেলা সারা হলো আজ বরষার ঘটা রে
রাখাল ধেনু লয়ে ভিজে ঘরে ফেরে রে।
শীতল মিঠেল বাতাস বহে নদী কুলে রে
ওরা কী ফিরেছে ঘরে জেলে ডিঙি চড়ে রে ?

মন্তব্য করুন