Skip to content

বন্যা-শুভশ্রী রায়

নদী, কাল অবধি ছিলি বেশ শান্তিতে মেয়ে
আজ এত জল নিয়ে আসিস যে ধেয়ে!
পেলি কোথা এত ফুঁসে ওঠা হিংস্র জল?
যেন নাগরাজ ধেয়ে আসে নিয়ে দলবল!
তুই আমাদের বড় চেনা, কথা শোনা মেয়ে
তোকে যে বরষা কাল গিয়েছে রে পেয়ে!
ধ্বংস করবি নাকি ক্ষেত-বাড়ি সব আমাদের?
সব খেলে ভালোবাসা পাবি মেয়ে কাদের?

মন্তব্য করুন