Skip to content

বনবাসে সীতা-রমেন মজুমদার

বনবাসে সীতা
—-
রমেন মজুমদার,09/07/23

হায় বিধি,ঘটাইলা ভালে কষ্ট আজি!
দেবীতুল্যা জননী জানকিরে;কি কহি
এ’প্রাণে;সুরথী লক্ষণের রথ, অগ্রে-
দাঁড়াইলা; বিষণ্ণ নয়নে জল ভরে ।

আজি যেন বন-রাজি কান্তার কিরণে,
যায় অস্তাচলে বুঝি দীনেশের দানে-
বিজন নদীর কুলে কহিলা দাঁড়ায়ে,
সতীসুখ শোকে পূর্ণ বিহ্বল নয়নে।

সমুখে দণ্ডায়মান বীর সুলক্ষণে;
ত্যাজিলে কি জননী হে বীর রঘু-রাজে?
কহিলা জানকি,হে নাথ!কেমনে বাঁচি-
তোমাবিনা? রাজরঘুপদসেবা বিনে
হৃদ দহে! সুখানল পুড়ে দাবানলে !!
এ’পোড়া পাষাণ মন কিছু নাহি মানে।।

বাহ্যজ্ঞান দিকশূন্য বীর রাঘুপতি!
প্রজা-পালনে অজ্ঞান অজ্ঞা বহঃ কারি
পুড়াইলা সতীর কপাল! হীন দোষে;-
স্নেহের অকুণ্ঠ আকুতি বারিদ রূপে;
বিসর্জন যায় বুঝি জানকি তোমার ?
ছাড়িলা দীর্ঘশ্বাস! সরুযের কিনারে।।
—–

মন্তব্য করুন