বইমেলা জেলায় জেলায়
বইমেলা হউক পাড়ায় পাড়ায়।
বই মেলা আসে আর যায়।
বই গুলো রেকে থেকে থেকে
যেন আমাদের একান্তে ডাকে।
আমাকে এনেছো গত বৎসর
আন্তর্জাতিক বই মেলা থেকে।
সাজানো রয়েছি যে পরিপাটি
কত বিনিদ্র দিবস রাত্রি রেকে।
এত বই কিন্তু পড়ার মন কই
বই প্রকাশ, ছবি ছাবা হইচই।
পাঠ করা চাই, যত আছে বই
বই থেকে ভালো যদি কিছু পাও
এই ঘুন ধরা সমাজকে দিয়ে যাও।
ও হে লেখক, দিনরাত লেখে যাও
দুই মলাটের খাঁচায় বন্দি করো
মানুষের ব্যথা অনুভবে তুলে ধরো।