সৌন্দর্যের পরিমণ্ডলে ফুলের কত বাহার
ভালোবাসার প্রতীক হলেও,
দিতে পারি না কাউকে উপহার।
হাজারো গন্তব্যের পাড় লাগিয়ে
খুজি শুধু নিরবতা,
ফুলের সুবাসের কাছে হাড় মেনে যায়
সকল বেদনার কথা।
বাগান ভরা সুবাসিত ফুলে চলে প্রেমের আবেদন
চলে হাজারো কথার নিরব লেখন।
নীল আকাশ জলে সাদা মেঘ হয়ে
ভেসে থাকে শাপলার মেলা,
ভালোবাসার রঙ্গে ভেজা
লালীমায় ভাসে গোলাপের ভেলা।
হলুদ বনে উকি দিলে লজ্জায় সরে যায়,
আবার সূর্যের দিকে এমনভাবে চায়
যেন প্রেমে পড়ে যায়।
ভালোবাসি কত তোমায়,
ফুল দিয়ে বোঝা যায়।
আবার জীবন শেষে কতটা রঙ্গিন হয়
তা ফুলের মাঝে দেখা দেয়।
প্রকৃতির বুকে অজস্র হাসি ফুটে,
ভালোবাসার অভাবে মুখে কালসুটি ছুটে।
রঙধনু রুপক মাঠময় সৌন্দর্য
প্রকৃতির লীলা দেখে কেবল হই আশ্চর্য।
ফুলের খোজে পক্খী আসে খেতে আহার
চোখ জুরিয়ে দেখতে মন চায় সেই ঈশ্বরের উপহার।
প্রকৃতির কত অরণ্য অবাক করে দেয়,
ছেড়ে আসা সে পথগুলোকে
আবার ফুলময় রঙ্গিন করে দেয়।।