মানুষের ভিড়ে তুমি মানুষ হবে!
কে বলেছে কোথায় কবে?
রিক্ত হস্ত ফিরে পাবে
তব বন্দনায়।
আমি মানুষ দেখেছি
তবে মানুষের মতো নয়।
অতঃপর তুমি হাসো
ঘৃণা করো কিংবা ভালোবাসো;
অপরের চেয়ে আপনি বড় ;
আপনার চেয়ে মন।
আমি মানুষ দেখেছি
তবে মানুষের মতো নয়।
পৃথিবীর তরে পৃথিবী ছোট,
আপনার তরে আপনি ;
পৃথিবী তোমায় দেখাবে কত…
যা কখনো ভাবোনি।
পাহাড় বলে আমি বড় ভাই
ধরণী চোপ রয়।
উচিত কাজে তুমি ‘কমনসেন্সলেস’
কারো কাছে ঠাই নাই।
আমি অনেক মানুষ দেখেছি.!
তবে মানুষের মতো নয়।