ছাপোষা দিন গুলো সব মনোক্রোমে
ক্রমে ক্রমে রঙ হারিয়ে খুব ফ্যাকাশে।
আজ সকালে রঙ ধরেছে ক্রোমোজমে,
এক মুঠো রঙ ছুঁড়ে দিলাম বদভ্যাসে।
অবাক কাণ্ড আগুন হলো শিমুল শাখা,
রঙ লাগলো শুকিয়ে যাওয়া পলাশ ডালে।
উড়ন্ত রঙ খুঁজে পেল তার ঠিকানা,
রঙের ছিটে লাগলো এসে তোমার গালে ।
–:–