প্রেম তবে কি এমনই হয়?
প্রেমের মাঝে দুঃখ আসে সুখের রূপে
ভাগ বসিয়ে দূর চলে যায় অচীনপূরে
ধূসর স্মৃতির রোমন্থনে কষ্টে পুড়ে
তাহার জীবন, তাহার স্মৃতি, ভুলি কেমন করে?
প্রেম তবে কি কাছের মানুষ দূরে থাকা?
দূরে থেকেও কাছে আসার কষ্ট একা!
প্রেম যদি হয় কষ্টমুড়া স্মৃতিকথা
স্মৃতির ভিড়ে জমে থাকা কষ্ট-ব্যথা
তবে কেমন করে বলি আমি, সুপ্ত যত কথা!
19-06-24