Skip to content

প্রেমের রং হলুদ – মারুফ সরকার মুন্না

সোনালী রোদ্দুরের খসে পড়া রংচটা রং বিধস্ত আমার শরীরে, প্রণয়ের রং আজ থেকে হলুদ আর বিচ্ছেদের রং হলুদাভ।
আজ থেকে আমি তোমার প্রণয়ের প্রেমিক পুরুষ –
পূর্ণতা হোক বা অপূর্ণ থেকে যাক তবুও আমি তোমার প্রেমিক।

প্রেমের টার্মটাই একটা বিষাক্ত নেশা –
যে একবার ডুব দিবে সেই বিষন্নতার হলুদ নেশায় আসক্ত হবে;
আর এই নেশার রং খড়ের সোনালী রংটার মতো।
আমার পছন্দের সরষে ফুল হলুদ –
ঠিক তোমার মতো দূর থেকেও কিরণ ছড়ায় আমার মনে।

সরষে ফুল হয়ে যাও উন্মাদ কবির সোনালী রোদ্দুরের আলোয় –
ভেবো না , সরষে ফুল কানে গুঁজে চোখ বন্ধ করে এক অসীম আকাশের নিচে নিজেকে অনুভব করো, কে আমি ?
হারিয়ে যাও অন্য এক অদ্ভুত অদৃশ্য অস্পষ্ট জগতের লেলিহানে।

প্রেমের রং হলুদ ______ মারুফ সরকার মুন্না

মন্তব্য করুন