প্রেমিক অপয়া
————–
রমেন মজুমদার
31/01/22
এই শহরেই তোমার বাস
আমায় ছাড়া রাত কাটাবে,
মদ খাবে আর গাজা খাবে
অবসরে ঘর ছাড়বে (?)
রাত ঘুমাবে সবাইকে নিয়ে
তুমি কেন ঘুমাবে না ?
আড্ডা মারা জীবন জোয়ার
সংসারের হাল ধরবে না ?
অগোছালো জীবন নিয়ে
খুলবে হয়তো কোথাও শাড়ি (!)
আমার কথা যাবেই ভুলে
অন্যস্বাদে ছাড়বে বাড়ি।
কুঁকড়ে যেতে থাকবো আমি
তবু আমায় কেন ছোঁবে না
এমন প্রেমের প্রেমিক তুমি
বুকটা খুলেও আর দেখবে না ?
থাকতে ঘরে সুখের সাগর
কাটলে সাঁতার গাঙ্গে গিয়ে,
যন্ত্রণায় বুক যায় যে ফেঁটে
চিরটাকাল জ্বলছে হিয়ে।
তোমার অপ্রেম আমার ব্যথা
জ্বলবো কদ্দিন নীরব প্রাণে!
মনের চাওয়া,পাওয়া না পাওয়া
বুঝলে না এর তত্ত্ব মানে ।
এই শহরেই থাকবে অথচ,
আসবে না সে আমার কাছে
মাতাল হয়েই চিরটাকাল
অপ্রেমেতে হলেই মিছে ।।
—–
পূর্বাচল।।