Skip to content

প্রিয় তুমি – সনথ রায়

প্রিয় তুমি বলেছিলে
তুমি আমি দুজন মিলে
গভীর ওই সমুদ্র জলে
গড়ব সাধের নৌকা ।

প্রিয় তোমার হাতটি ধরে
ঘুরবো আমি জগৎ জুড়ে
ফিরবো আমি সফল ঘরে
থেকো তুমি পাশে ।

Tags:

মন্তব্য করুন