আমি নিয়ত যে স্বপ্ন দেখি –
আসলে তা’ হতশ্রী ও খণ্ডিত জীবনের,
তার একদিকে, অন্ধপুরানোর চোরা টান,
অপরদিকে আর্তি, সক্রিয় ভবিষ্যতের,
এ উভমুখী ভাবনার স্রোত
স্থির হতে দেয়না আমাকে কিছুতেই,
তাই হয়তো অসম স্থবিরতায় পড়ে থাকি ,
সকলের একবারে পিছুতেই।
জীবনকে যে মৃত্যুর শৃঙ্খলে আবদ্ধ করা যায়না,
সৃষ্টি কখনোই যে ধ্বংসের আশ্রিত নয়,
জটিল এ চিন্তাবর্তে গ্রন্থিল জীবনের আয়না,
তার চিন্তার ব্যাপ্তি নিয়ে সে
প্রকৃত সত্যকে চিনে নিতে চায় যে ;
বোঝাতেও বুঝিবা চায়,
মানুষের প্রকৃত গন্তব্য কোথায় ?
কোন্ মাত্রাচেতনার অনুষঙ্গে
সেই দ্বৈত ভাবনার সংঘর্ষজাত স্ফুলিঙ্গ,
জানিনা কীভাবে জোগায়-
স্বপ্ন পূরণের আকুতি, আমায় !
তবে, আমি বিশ্বাস করি,
কপট বাস্তবতাকে প্রত্যাখ্যান করার যুক্তিকে,
তাতেই, স্বপ্ন ও ভালবাসার স্থাপত্য নির্মাণ সম্ভব যে।
@সু