অনেক তপস্যার পরে
পেয়েছি আমি তোকে,
সাত রাজার ধন এক মানিক
তুই আমার যে।
রাতের পরে রাত কেটেছে
দিনের পরে দিন,
ঠাকুরের কাছে প্রার্থনা
করেছি প্রতিদিন।
পুত্ররূপে গোপাল যে
এসেছে আমার ঘরে,
ভালোবাসায় ভরিয়ে দেব
স্নেহ ও আদরে।
অনেক তপস্যার পরে
পেয়েছি আমি তোকে,
সাত রাজার ধন এক মানিক
তুই আমার যে।
রাতের পরে রাত কেটেছে
দিনের পরে দিন,
ঠাকুরের কাছে প্রার্থনা
করেছি প্রতিদিন।
পুত্ররূপে গোপাল যে
এসেছে আমার ঘরে,
ভালোবাসায় ভরিয়ে দেব
স্নেহ ও আদরে।