ঝড়ে ভাঙে হাল ছেঁড়ে পাল
তবু দূর গাঁয়ে খেয়া বেয়ে দেব পাড়ি ।
যদি মেঘে মেঘে ঢাকে তারা
যদি হই দিক হারা দিশেহারা
তবু খেয়া বেয়ে যাবো কূল ছাড়ি
তুফানের বুকে পীরের নামে দিয়ে কড়ি ।
যদি ঘন কালো মেঘ বিদ্যুৎ ঝলকে
ঘন ঘন ডাক দেয় হুংকারে
যদি পৃথিবীর সব আলো মুছে যায়
ঢেকে যায় ঘন আঁধারে
যদি তুফান হয় ভারি ফিরবো না
ফেরাবোনা তরী,আমি কান্ডারী
মাঝ দরিয়ায় নাম নেব হরির।
মোর হৃদয়ের গোপন অভিসার,
যে দীপ জ্বেলে বসে আছে খুলে দ্বার
অনেক দুঃখ্য সয়েছে তবু মানেনি হার!
উত্তাল তরঙ্গের উল্লাস ভেঙে
যাবো তার কাছে ভরা নদী হবো পার।
মেঘের ঝিলিক বিদ্যুৎ দ্যুতি মেখে
আমি হাঁক দেব নাও বেয়ে এসেছি গাঁয়ে
তুমি আঁচলের আড়ালে দীপ জ্বেলে
এসো দূর্গম পথে ভরা নদী তীরে
গুরু গম্ভীর মেঘে আকাশ রয়েছে ছেয়ে।
সার্থক প্রতিজ্ঞা আমার
সার্থক প্রতীক্ষা তোমার!
সঘন গহন রাতে আমরা দুজন
প্রেমের বন্ধনে মিলিত হবো আবার।
দুর্জয় পণ—
ভাঙা হাল ছেঁড়া পালে সার্থক পাড়ি—-
২৫.০৩.২০২৩.
কবিতা ককটেল পেজে পুনরায় লিখতে পেরে আনন্দিত।
আপনাদের সর্তকের বার্তা পেলাম। ধন্যবাদ। শুভ সকাল ।