Skip to content

পাচার- রাব্বী আহমেদ

সিসি ক্যামেরায় ধারণ হচ্ছে আমাদের যা কিছু গোপন,
এমনকি পবিত্র প্রণয়ের সিনারিও,
আর ইনবক্স হিস্ট্রির শত শত স্ক্রিনশট
প্রযুক্তির এক্সিবিশনে ঝুলে আছে ইন্টারনেট দেয়ালে।

অথচ আমাদের প্রাইভেট ফিলিংস
মুঠোফোন কোম্পানির জানার কথা ছিলো না।

ভেবে দেখেছ?
প্রযুক্তির কাছে পাচার করছি
আমাদের গোপনীয়তা।

মন্তব্য করুন