Skip to content

পাখির গানে মুগ্ধ

৪+৪/৪+২

ভরা যখন বন বনানী
পাখির কলতানে,
মনটা জুড়ায় খুকুর তখন
আনন্দ হয় প্রাণে।

ডালে ডালে পাখি বসে
দেখে জুড়ায় আঁখি,
তাই না দেখে খুকু বলে
আনন্দ কই রাখি।

টিয়া ময়না কোকিল ঘুঘু
আরো পাখি কত,
তাদের সাথে গল্প করতে
খুকুর ইচ্ছে শত।

কিচিরমিচির শব্দ গুলো
মধুর লাগে কানে,
কাটবে সময় খুকুমণির
পাখির সাথে গানে।

খুকুমণির ইচ্ছে করে
পাখির মতো গাবে,
তারই জন্য বাঁশ বাগানে
প্রতিদিন সে যাবে।

রচনাকালঃ
০১/১০/২০২১

1 thought on “পাখির গানে মুগ্ধ”

মন্তব্য করুন