হঠাৎ শব্দ পাই,
কে যেন হাঁটছে;
জেন্ত নয়,মৃত। আমি
ভয়ে আছি।
তবে অকুতুভয়ের মত
বেঁচে আছি।
তবে মরলো কে?
বুঝে পাইনা।
হঠাৎ মনে পড়ল,
আমি মরে গেছি;
না, আমার শৈশব।
সে হাঁটছে, শুধু হাঁটছে;
কাছে আসেনা।
আমি ধরতে চাই ;
ধরা দেয়না।
হেঁটে চলে অবিরাম ;
দেখা যেন তার পাইনা।
শুধু পায়ের আওয়াজ পাওয়া যায়।