Skip to content

পরিত্রাণ -আহমেত কামাল

পরিত্রাণ
আহমেত কামাল

তোমার কাছে বারে বারে যাওয়া
এযেন আমার ঘনঘন অশ্রুপাত।

অভিমানী মুখ,যেনো শ্মশান ছুঁয়ে
আসা রোদ, পাঠিয়ে দেয় মন’কে
নরক অথবা মধ্যপদী আগুনে।

এ আগুন আমার ভাললাগেনা!
কখনও যদি অভিমান তুলে নাও
আমিও কথা দিলাম – একদৌঁড়ে
ছুঁয়ে দিব পৃথিবীর সব গোলাপ
এবং তের কোটি আলোর সমুদ্র।

মন্তব্য করুন