একদিন তোলা তেরাঙা পতাকা
১৫ই আগস্ট করে,
বাকি দিন গুলো মন্দ ধ্বজা
রক্ত এখানে ঝরে।
দিনক্ষণ সব ঠিক করে মোরা
বাজায় সুরেলা বীণা,
জয়হিন্দ স্যালুট শেষ হলে পরে
তেরাঙা যায়না চেনা।
মিষ্টি বিস্কুট চকলেট বিক্রিটা
মন্দ হয়নি এদিন!
পতাকা উত্তোলন গঞ্জে দপ্তরে
মন হয় আজ সুদিন।
যায় হোক আজ পতাকা হাতে
হারবে ঘৃন্য ধ্বজা,
দল জাত পাত সব ছেড়ে আজ
করবে অনেক মজা।
সবার হাতে থাকবে তেরাঙা
দলীয় হবে বাদ,
রক্ত জবার পুষ্প মালাতে
স্যালুট উচ্চনাদ!
বিকাল হলেই পান্থ দেখবে
রাস্তায় কাঁদবে ধ্বজা,
হাসবে পথিক হো হো করে
বলবে স্বাধীনতা!
হয়নি স্বাধীন বর্ষ ভারত
হয়নি স্বাধীন বাড়ি,
এসব দেখে মনে হবে মোর
স্ত্রী পরুক লুঙ্গি, পুরুষ শাড়ি।
রাফাল টাফাল গানের নাদে
বিরাট শক্তি শালি,
লজ্জিত হোন বারে বারে তাঁরা
স্বাধীনতার যারা মালী।
ক্রমশ….