পরশ
এ.এস.এম সোহেল ভূঁইয়া(মাষ্টার)
মেঘের ডাকে ময়ূর দেখো,
পেখম মেলেছে,
কচ্ছপেরা জোয়ার দেখে,
নন্দে মেতেছে,
পাখিরা সব ঝুপের কাছে,
বায়না ধরেছে।
শাখায় দেখো ভোমর নাচে
মুকুল ফুটেছে।
প্রেমের কাছে সোহাগী যে,
সুখ চেয়েছে।
কাননে আজ ফুল ফোটেছে,
পরাগ মেখেছে।
মেঘের ডাকে ময়ূর দেখো,
পেখম মেলেছে।
ফুলেরা সব হাওয়ায় দুলে,
পরশ ছুঁয়েছে।
আজ ভেবেছি তোমার মনে,
সোহাগ নেচেছে।