পদ্মার মাঝি ডিঙা বাই
ক্লান্ত মনে পাল উড়ায়,
হাওয়ার দোলে নিজেকে ভুলে
উজান-তলির ঘাটে যায়।
উজান-তলের সদরঘাটে
নৌকো রেখে পায়ে হাঁটে,
চলে সে ওই বাংলোর দিকে—
তালে তালে গানের রীতে।
রাত্রে শুয়ে গুটিসুটি,
গায় সে পল্লীকালি সুর,
সন্ধ্যাবেলায় আকাশবুকে
চোখে তার বিস্ময়ের নূর।
আকাশ বুকে রঙের সাজে,
পদ্মার মাঝি প্রাণ হারায়—
তবুও হাসে, গায় সে গান,
জীবন তার ঢেউয়ে ভাসায়।